আওয়ামী আমলে কেন বারবার হেনস্থার শিকার হয়েছিলেন অভ্র’র মেহদী
এ বছর বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক পদক একুশে পদকে ভূষিত করা হয়েছে অভ্র কি-বোর্ডের প্রতিষ্ঠাতা বা আবিষ্কারক মেহদী হাসান খানকে।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দিয়ে তার সঙ্গে যোগাযোগ করলে মেহদী হাসান একা এই পদক নিতে চান না বলে জানান।
পরে সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ফেসবুকে পোস্ট দিয়ে জানান, মেহদী হাসান খানের আরও তিন সহকর্মী যারা অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদেরসহ চার জনকেই দলগতভাবে দেওয়া হবে এই সম্মাননা।
তবে এই কি-বোর্ডের পথচলা শুরুটা খুব বেশি সুখকর ছিলো না তাদের জন্য। প্রথম থেকেই বিভিন্ন সময় নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে যাত্রা শুরু হয় এই কি-বোর্ডের? আওয়ামী লীগের শাসনামলে কেনই বা মামলা, হুমকির মুখোমুখি হতে হয়েছিল অভ্র ফোনেটিকের দলকে?
00:01
Post a Comment