Top News

ড. ইউনুসের যে বক্তব্যে কোণঠাসা সব রাজনৈতিক দল

 ড. ইউনুসের যে বক্তব্যে কোণঠাসা সব রাজনৈতিক দল 



ইউনূস কী জিনিস, ঐটা শুধু আওয়ামীলীগ বা ভারত না, বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলই এখনও বুঝে নাই। 


আজ ইউনূস কী বলছে, শুনছেন? 


বলছে, কোন পার্টি কোন সংস্কার চান, আর কোনটা চান না, ঐটা বলেন। আমি ওয়েবসাইটে লিখে দেবো যে অমুক পার্টি চায় নাই, তাই হয় নাই। 


যদি একটা সংস্কারও না চান, কোন অসুবিধা নাই। ওয়েবসাইটে দিয়ে দেবো। লুকোচুরির কিছু নাই। সবাই জানবে। 


এইটুক শুনে আমি হাসতে হাসতে শেষ। 


বুঝছেন তো? কোন চিপায় নিয়া ফেলছে দলগুলারে? 


বিএনপি আর জামায়াত তলে তলে ভেটো দিয়ে আইসা উপরে উপরে সরকারের কাছে বল ঠেইলা দেয়, এইটা আর হবে না। 


আবার সংস্কারে একমত হয়ে পরে পিছুটান নেওয়ার সুযোগ থাকবে না। কারণ ম্যাগনাকার্টার মতো জুলাই সনদ হবে। ওখানে সব দলকেই সাইন করতে হবে। 


বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ৯০ এর পরে বাংলাদেশের মানুষের সাথে বেঈমানি করেছিলো। 


এবার ইউনূস সেইটা বন্ধ করেছেন। 


এইবার কোন দল যদি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেয়, ঐটার লিখিত দলিল থাকবে। এবং ভবিষ্যতে এই লিখিত দলিল দিয়ে সেই দলের রাজনীতি পর্যন্ত শেষ করে দেওয়া যাবে। 


ওয়েল ডান, ডক্টর ইউনূস। 


আপনি আমাদের কল্পনার চেয়েও মেধাবী এবং বুদ্ধিমান মানুষ। ওয়েল ডান, স্যার।

©সাদিকুর রহমান খান

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post