Top News

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা

 জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা



আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। রবিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির মুখ্য সংগঠক সারজিস আলম।

সারজিস বলেন, “দেশে যখন বাংলা ব্লকেড কর্মসূচি চলছিল, তখন প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পালন করেছেন। স্বৈরাচার পতনের ছাত্র-জনতার আন্দোলনে প্রবাসীরা যেভাবে সমর্থন দিয়েছেন, দেশের মানুষ আজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে।”

সংবাদ সম্মেলনে ৩০টি দেশের ৭৫ জন প্রতিনিধি নিয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করা হয়। সারাজাগানো এই কমিটির মূল লক্ষ্য বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা দেড় কোটি প্রবাসী বাংলাদেশির অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়ন ও পুনর্গঠনের কাজে যুক্ত করা।

সারজিস আলম বলেন,“যেখানে আমরা আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্স দিয়ে আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখি,সেখানে অর্থনীতির এত বড় একটা আমাদের স্টেকহোল্ডার তাদেরকে আমরা জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না বা সেই সুযোগটি তৈরি করবো না,এটা অবশ্যই কখনোই সমীচিত নয় ”।

জাতীয় নাগরিক কমিটি দাবি জানায়, ২০২৫ ও ২০২৪-এর অভ্যুত্থান-পরবর্তী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সারজিস আলম বলেন, “ ’২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নির্বাচনটি হবে ,আমরা অবশ্যই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সেই নির্বাচনে আমাদের সকল প্রবাসী ভাইদের ভোটারাধিকার নিশ্চিত দেখতে চাই।”

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post