Top News

স্বামীর ঋণের দায়ে কারাগারে স্ত্রী, দুই বিচারককে হাইকোর্টে তলব

 

কেন মৃত স্বামীর ঋণের দায়ে কারাগারে স্ত্রী?? দুই বিচারককে হাইকোর্টে তলব



মৃত স্বামীর ঋণের দায়ে তিন এতিম শিশু সন্তানের মাকে কারাগারে পাঠানোর ঘটনায় ফরিদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম এ সাঈদ ও অর্থ ঋণ আদালতের বিচারক এ কে এম রফিকুল হাসানকে তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ব্র্যাক ব্যাংক ফরিদপুরের বোয়ালমারী শাখার ব্যাবস্থাপককেও তলব করা হয়েছে।

আগামী ৬ মার্চ তাদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে তিন শিশু সন্তানের মা পপি খাতুনকে জামিন দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের সদস্য সচিব অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল। আসামিপক্ষে আদালতে ছিলেন আইনজীবী শাহ আলম সরকার ও আইনজীবী তপতী দাস।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post