কেন মৃত স্বামীর ঋণের দায়ে কারাগারে স্ত্রী?? দুই বিচারককে হাইকোর্টে তলব
মৃত স্বামীর ঋণের দায়ে তিন এতিম শিশু সন্তানের মাকে কারাগারে পাঠানোর ঘটনায় ফরিদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম এ সাঈদ ও অর্থ ঋণ আদালতের বিচারক এ কে এম রফিকুল হাসানকে তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ব্র্যাক ব্যাংক ফরিদপুরের বোয়ালমারী শাখার ব্যাবস্থাপককেও তলব করা হয়েছে।
আগামী ৬ মার্চ তাদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে তিন শিশু সন্তানের মা পপি খাতুনকে জামিন দিয়েছেন আদালত।
এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের সদস্য সচিব অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল। আসামিপক্ষে আদালতে ছিলেন আইনজীবী শাহ আলম সরকার ও আইনজীবী তপতী দাস।
00:01
Post a Comment