অনলাইনে চড়া দামে বিক্রি হচ্ছে কুম্ভমেলার পানি!
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, অনলাইনে চড়া দামে বিক্রি হচ্ছে কুম্ভমেলার পানি। যারা যেতে পারেননি তারা এই পানির জন্য একেবারে ঝাঁপিয়ে পড়ছেন বলে খবরে বলা হয়।
শিল্ড ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা নামানবীর সিং তার লিংকডিনে একটা পোস্ট করেছেন।
তিনি লিখেছেন, এই পানি মহাকুম্ভ থেকে নাকি অন্য় কোথাও থেকে আনা হচ্ছে তা নিয়ে প্রমাণ করার রাস্তা নেই।
তিনি লিখেছেন, এক লিটারের মিনারেল ওয়াটারের দাম ২০ রুপি। কিন্তু কুম্ভের এই পানির ১০০ মিলির দাম ৯৯ রুপি।
এই পন্থা অবলম্বন করে একাধিক ই কমার্স সংস্থা কার্যত ঝাঁপিয়ে পড়েছে এই কুম্ভের পানি বিক্রিতে। একটি কম্পানি মহাকুম্ভের পানি বিক্রি করছে ৬৯ রুপি। একটি জনপ্রিয় অনলাইন বিপনন সংস্থা মহাকুম্ভ ত্রিবেণী পানি (১০০ মিলি) ও মাটি বিক্রি করছে ১২১ টাকা করে। অপর একটি অনলাইন প্লাটফর্মে দেখা যাচ্ছে ৫৮ শতাংশ ছাড়ে ১০০ মিলি কুম্ভের পানির ২টি বোতল বিক্রি হচ্ছে ৪৯৯ রুপিতে।
তিনি লিখেছেন, আসলে পুরো বিষয়টাই বিশ্বাসের বাণিজ্যিকিকরণ। আপনিও যদি এই বিশ্বাসের ওপর ব্যবসা করতে পারেন তাহলে আপনি ধনকুবের হয়ে যেতে পারেন ভারতে।
Post a Comment