Top News

ঢাকা উত্তর সিটির প্রশাসক নিয়োগে উপদেষ্টা আসিফের তদবির

 ঢাকা উত্তর সিটির প্রশাসক নিয়োগে উপদেষ্টা আসিফের তদবির



ঢাকা উত্তর সিটির প্রশাসক পদে নিয়োগ দিতে রিভার এন্ড ডেল্টা রিসার্স সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজের পক্ষে তদবির করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের কাছে পাঠানো ওই চিঠি রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তবে চিঠির সত্যতা নিশ্চিত করা যায়নি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চিঠিতে লেখেন:



প্রিয় সিনিয় সচিব,
আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, আমি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে নিয়োজিত আছি। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, স্থানীয় সরকার বিভাগের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যাদি সম্পন্ন করণের জন্য প্রশাসক হিসেবে একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা পদায়ন করা প্রয়োজন।জনাব মোহাম্মদ এজাজ, চেয়ারম্যান, রিভার এন্ড ডেল্টা রিসার্স সেন্টার, শেরেবাংলা নগর, ঢাকা একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা। তিনি কর্মজীবনে অনেক গুরুত্বপুর্ণ কাজের সাথে যুক্ত ছিলেন। তাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে পদায়ন করা হলে এই প্রতিষ্ঠানের কাজের গতি বৃদ্ধিসহ প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমি মনে করি। এমতাবস্থায়, জনাব মোহাম্মদ এজাজ, চেয়ারম্যান, রিভার এন্ড ডেল্টা রিসার্স সেন্টার -কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে ০২ (দুই) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post