গোলাপ দেবেন? জেনে নিন, কোন রঙের গোলাপ কী বুঝায়

গোলাপ দেবেন? জেনে নিন, কোন রঙের গোলাপ কী বুঝায়



শুরু হয়ে গেছে ভালোবাসার সপ্তাহ। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) থেকে রোজ ডে’র মাধ্যমে প্রতিনিয়ত প্রেমের স্পন্দন, রঙ ও প্রাণবন্ত অনুভূতিতে ভরে উঠবে প্রেমিক, প্রেমিকা অথবা প্রিয়জনের মন। 

সপ্তাহজুড়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করবে অনেকেই। ভাগ করে নিবে সুখ-দুঃখ। কারও জীবনে নতুন সঙ্গীর অপেক্ষা, আবার কেউবা বহু পুরনো সম্পর্ক চাঙ্গা করতে চাইবেন এই সময়ে। এসব ক্ষেত্রে চমৎকার ও কার্যকরী ভূমিকা পালন করতে পারে গোলাপ, যা অতি সহজেই প্রিয় মানুষটির মন জয় করে নেবে।

লাল গোলাপ: সবচেয়ে জনপ্রিয় গোলাপ হচ্ছে লাল গোলাপ। এটির মানে বেশির ভাগ মানুষই জানেন। এই রঙের গোলাপটি প্রেমের চিহ্ন বহন করে।

সাদা গোলাপ: সাদা রঙের এই গোলাপকে সারল্যের প্রতীক বলা হয়। ক্ষমা চাওয়ার প্রতীক হিসেবেও এটি ব্যবহৃত হয়।

গোলাপি রঙেয়র গোলাপ: কারও প্রশংসা করতে চান? তাহলে এই দিনে তাকে গোলাপি রঙের গোলাপ তুলে দিন। এটি প্রশংসা, মুগ্ধতার প্রতীক। সেরা বন্ধুত্বের প্রতীক হিসেবেও এটি প্রচলিত।

কমলা রঙের গোলাপ: কাউকে প্রচণ্ডভাবে চাইছেন? নিজের পছন্দ তাকে বুঝাতে চান? তাহলে এটি দিতে পারেন। প্রিয়জনের প্রতি আবেগ ও পছন্দ বোঝানোর জন্য লাল গোলাপের চেয়েও অধিক অর্থ বহন করে কমলা রঙের গোলাপ।

ল্যাভেন্ডার: এই ধরনের গোলাপ কিছুটা বিরল। কিন্তু এটি প্রেমের মোক্ষম অস্ত্র হিসেবেই ব্যাবহৃত হয়ে থাকে। কারণ, এটি দেয়ার মানে প্রথম দেখাতেই প্রেম।

নীল রঙের গোলাপ: নীল রঙের গোলাপ বেশ বিরল। রহস্য এবং মুগ্ধতার মিশ্রণ বোঝাতে এটি উপহার দেয়া হয়। কাউকে আরও ভালো করে জানতে চান— এরকম কিছু বোঝাতে এটি উপহার দিতে পারেন। 


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post