শুরু হয়ে গেছে ভালোবাসার সপ্তাহ। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) থেকে রোজ ডে’র মাধ্যমে প্রতিনিয়ত প্রেমের স্পন্দন, রঙ ও প্রাণবন্ত অনুভূতিতে ভরে উঠবে প্রেমিক, প্রেমিকা অথবা প্রিয়জনের মন।
সপ্তাহজুড়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করবে অনেকেই। ভাগ করে নিবে সুখ-দুঃখ। কারও জীবনে নতুন সঙ্গীর অপেক্ষা, আবার কেউবা বহু পুরনো সম্পর্ক চাঙ্গা করতে চাইবেন এই সময়ে। এসব ক্ষেত্রে চমৎকার ও কার্যকরী ভূমিকা পালন করতে পারে গোলাপ, যা অতি সহজেই প্রিয় মানুষটির মন জয় করে নেবে।
লাল গোলাপ: সবচেয়ে জনপ্রিয় গোলাপ হচ্ছে লাল গোলাপ। এটির মানে বেশির ভাগ মানুষই জানেন। এই রঙের গোলাপটি প্রেমের চিহ্ন বহন করে।
সাদা গোলাপ: সাদা রঙের এই গোলাপকে সারল্যের প্রতীক বলা হয়। ক্ষমা চাওয়ার প্রতীক হিসেবেও এটি ব্যবহৃত হয়।
গোলাপি রঙেয়র গোলাপ: কারও প্রশংসা করতে চান? তাহলে এই দিনে তাকে গোলাপি রঙের গোলাপ তুলে দিন। এটি প্রশংসা, মুগ্ধতার প্রতীক। সেরা বন্ধুত্বের প্রতীক হিসেবেও এটি প্রচলিত।
কমলা রঙের গোলাপ: কাউকে প্রচণ্ডভাবে চাইছেন? নিজের পছন্দ তাকে বুঝাতে চান? তাহলে এটি দিতে পারেন। প্রিয়জনের প্রতি আবেগ ও পছন্দ বোঝানোর জন্য লাল গোলাপের চেয়েও অধিক অর্থ বহন করে কমলা রঙের গোলাপ।
ল্যাভেন্ডার: এই ধরনের গোলাপ কিছুটা বিরল। কিন্তু এটি প্রেমের মোক্ষম অস্ত্র হিসেবেই ব্যাবহৃত হয়ে থাকে। কারণ, এটি দেয়ার মানে প্রথম দেখাতেই প্রেম।
নীল রঙের গোলাপ: নীল রঙের গোলাপ বেশ বিরল। রহস্য এবং মুগ্ধতার মিশ্রণ বোঝাতে এটি উপহার দেয়া হয়। কাউকে আরও ভালো করে জানতে চান— এরকম কিছু বোঝাতে এটি উপহার দিতে পারেন।
Post a Comment