ফের লাইভে যুক্ত হচ্ছেন শেখ হাসিনা

 ফের লাইভে যুক্ত হচ্ছেন শেখ হাসিনা


একদিনের ব্যবধানে ফের লাইভে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় ফেসবুকের লাইভে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশা ও নির্যাতনের কথা শুনবেন। পরে তিনি বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

রাত পৌনে ৯টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলটির নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নিয়মিত আয়োজন ‘দায়মুক্তি’র এই বিশেষ পর্বটি বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচার করা হবে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে লাইভে এসে কথা বলেছেন দেশের সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগে ভাষণ দেওয়ার ঘোষণার পর ছাত্র-জনতার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘বুলডোজার মিছিলের’ ডাক দেয়।

এদিন রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন বিক্ষোভকারীরা। এ সময় সেখানে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন তারা। পরে রাত পৌনে ১১টার দিকে শেখ হাসিনার ধানমন্ডি ৫ নম্বরের বাসভবন সুধাসদনেও আগুন দেন তারা।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post