Top News

৯৭ বিলিয়ন ডলারে ওপেন এআইকে কিনতে চান ইলন মাস্ক

 

৯৭ বিলিয়ন ডলারে ওপেন এআইকে কিনতে চান ইলন মাস্ক 



কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ওপেন এআইকে কিনতে ৯৭.৪ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে ইলন মাস্কের নেতৃত্বাধীন একাধিক কোম্পানি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রতিষ্ঠানটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া ঠেকাতে ইলক মাস্ক এবার নতুন করে ফন্দি এটেছেন।

মাস্কের এই প্রস্তাব ওপেন এআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের চলা দ্বন্দ্ব আরও উস্কে দিবে। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) এক্স পোস্টে অল্টম্যান ইলন মাস্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তিনি মাস্কে উদ্দেশ্য করে বলেন, ‘যদি আপনি রাজি থাকেন তাহলে আমরা ৯.৭৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিতে চাই।’ 

২০১৫ সালে ওপেন এআইকে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অল্টম্যানের সঙ্গে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে কাজও করেন ইলন মাস্ক। কিন্তু কোম্পানিটি সফল হওয়ার আগেই মাস্ক এটি ত্যাগ করেন। পরবর্তীতে তিনি ২০২৩ সালে এক্সএআই নামে একটি প্রতিযোগিতামূলক এআই স্টার্টআপ তৈরি করেন। 

টেসলার প্রধান নির্বাহী এবং টেক ও সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স এর মালিক ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ মিত্র। গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ট্রাম্পের হয়ে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেন। শুধু তাই নয় নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর মাস্ককে ‘ডিপার্টমেন্ট অব গভমেন্ট ইফিশিয়েন্সি’র দায়িত্ব দেয়া হয়েছে। সম্প্রতি মাস্ক হোয়াইট হাউসে ট্রাম্পের ওপেন এআই নিয়ে ঘোষিত ৫০০ বিলিয়ন ডলারের সমালোচনা করেছেন।

ওপেন এআই অলাভজনক প্রতিষ্ঠান থেকে এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়ার চেষ্টা করছে। প্রতিষ্ঠানটির ভাষ্য উন্নত এআই মডেলের জন্য মূলধন প্রয়োজন। 

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post