আমিই নিজেই বিকল্প হবো – আমিই বিপ্লবী সরকার হবো’

 আমিই নিজেই বিকল্প হবো – আমিই বিপ্লবী সরকার হবো’



দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ করেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে স্যোশাল মিডিয়ায় এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন তিনি। স্ট্যাটাসে কাফি লেখেন, ‘মধ্য রাতে আমার বাড়ি-রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।’

এরপর কাফি আরও একটি পোস্টে করে অভিযোগ করেন, দরজাগুলো বাহির থেকে লাগিয়ে দিয়েছিল যাতে কেউ বের হতে না পারে।

এদিকে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে আরেকটি ফেসবুক স্টাটাসে সাংবাদিকদের আহ্বান করে লেখেন, ‘আজ সকাল ১১টায় আমার পোড়া বাড়িতে কলাপাড়া থানা, পটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদের থাকার আহ্বান করছি। আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেব। মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমিই নিজেই বিকল্প হবো – আমিই বিপ্লবী সরকার হবো।’

আগে, ‘আমার বাড়ি- কিছুই আর রইলো না’ শিরোনামে একটা আগুনের ভিডিও শেয়ার করেন তার পেজে।

অমর একুশে বইমেলা-২০২৫ এ কাফির লেখা দুটি বই প্রকাশিত হয়েছে।

মেলায় নিয়মিত থাকছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর। তবে মেলার প্রথম দিকে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেন তিনি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এসব বিষয়ে এক ভিডিওতে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, ‘আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে। যে যেখান থেকে যা পাচ্ছেন তা নিয়ে সমালোচনা করতেছেন। এই যে আলিঙ্গনের যে ছবিটা (অন্য একটা মোবাইলে একটা মেয়েকে আলিঙ্গনের ছবি দেখিয়ে) মানুষকে গিলাচ্ছেন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post