১৭ বছর পর ২৭ তম বিসিএসের ১১৩৭ জনকে চাকরিতে নিয়োগের নির্দেশ
১৭ বছরের আইনি লড়াই শেষে চাকরিতে নিয়োগের সুযোগ পাচ্ছেন ২৭তম বিসিএসের এক হাজার ১৩৭ জন।
আজ ২০শে ফেব্রুয়ারি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ নির্দেশ দেন।
গতকাল বুধবার ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত এক হাজার ১৩৭ জনের চাকরি ফেরত চেয়ে আপিল শুনানি শেষ করে রায়ের জন্যে আজকের দিন ধার্য করেন আদালত।
উল্লেখ্য, ২০০৭ সালে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় তিন হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। পরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেন।
পরে ওই বছরের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০০৮ সালে দ্বিতীয় মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ তিন হাজার ২২৯ জনকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়। পরে দ্বিতীয় মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে মামলা হয়।
২০১০ সালের ১১ই জুলাই ২৭তম বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে ও কিছু পর্যবেক্ষণ দিয়ে রায় দেয় আপিল বিভাগ। পরে রায় পুনর্বিবেচনার আবেদন করেন নিয়োগ বঞ্চিতরা।
ঢাকার মোহাম্মদপুরে বুধবার রাতে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই জনের মৃত্যু হয়েছে। এসময় পাঁচ জন আত্মসমর্পণ করেছেন বলেও পুলিশ জানিয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি (তদন্ত) মো. হাফিজুর রহমান বিবিসি বাংলাকে জানান, নাশকতার প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযানে নামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল।
দলটি বসিলা ব্রিজের আগে চাঁদ উদ্যান এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি শুরু করে। এসময় যৌথবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান।
পরে পুলিশ ও সেনা সদস্যদের ওপর হামলা থামিয়ে পাঁচ জন আত্মসমর্পণ করেন। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।
মি. হাফিজুর আরও জানান, নিহতদের নাম মিরাজ ও জুম্মন। তাদের নামে হামলা, মারপিট, অস্ত্র, মাদকসহ সন্ত্রাসী তৎপরতার একাধিক মামলা রয়েছে। আত্মসমর্পণ করা ব্যক্তিরাও সন্ত্রাসের সঙ্গে জড়িত।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান হাফিজুর রহমান।
Post a Comment