ঘন কুয়াশায় ৫ যানবাহনের সংঘর্ষ, আহত ২০

 

ঘন কুয়াশায় ৫ যানবাহনের সংঘর্ষ, আহত ২০




মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া সড়কে ঘন কুয়াশায় পরপর ৫টি যানের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের কামাড়াখোলা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতাল ও স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকালে কামাড়খোলা এলাকায় ঘনকুয়াশায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন কার্ভাডভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনার সূত্রপাত হয়। এসময় একই লেনে পেছনে আসা ২টি বাসসহ অপর আরেকটি যানের সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় ২টি যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সামনের অংশ।

খবর পেয়ে ক্ষতিগ্রস্থ যানবাহন গুলো কেটে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার পর একটি গাড়ি চলে গেছে। ক্ষতিগ্রস্থ যানগুলো থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘন কুয়াশার জন্য এ দুর্ঘটনা ঘটতে পারে।

এক্সপ্রেসওয়েতে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post