Top News

‘এই ভারতকে তিন দিনে হারাতাম’

 

‘এই ভারতকে তিন দিনে হারাতাম’



ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ। পরে অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও হার। এমন হতশ্রী পারফরম্যান্সের কারণে শেষ পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা হয়নি ভারতের। এবার রোহিতদের এই কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে শ্রীলংকার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বলেছেন, ভারতের এই দলকে তিন দিনেই হারিয়ে দিত তার সময়ের শ্রীলংকা দল।

বিরাট কোহলি-রোহিত শর্মারা সাদা পোশাকে ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন। অন্য ব্যাটাররাও দায়িত্ব নিতে পারছেন না। সবমিলিয়ে ভারতীয় দলের বর্তমান অবস্থা নিয়ে ‘দ্য টেলিগ্রাফকে’ রানাতুঙ্গা বলেন, ‘চামিন্ডা ভাস ও মুত্তিয়া মুরালিধরনের মতো বোলার থাকলে আমার দল এই ভারতকে তিন দিনে হারাত।’

১৯৯৬ সালে রানাতুঙ্গার নেতৃত্বে সবাইকে চমকে দিয়ে বিশ্বকাপ জয় করে শ্রীলংকা। রানাতুঙ্গা ছাড়াও অরবিন্দ ডি সিলভা, সনৎ জয়াসুরিয়া, চামিন্ডা ভাস, মুত্তিয়া মুরালিধরনের মতো ক্রিকেটাররা ক্রিকেট দুনিয়ায় শ্রীলংকার পতাকাকে সমুন্নত করেছেন।

তবে লংকান ক্রিকেটের সে স্বর্ণযুগ গত হয়েছে। এখন শক্তিশালী দলগুলোর সঙ্গে আগের মতো লড়াই জমাতে পারে না দলটি। রানাতুঙ্গার মতে, ক্রিকেট বোর্ডের দুর্নীতির কারণেই লংকান ক্রিকেটের এই পিছিয়ে পড়া।

সম্প্রতি অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে শ্রীলংকা। দলটির বর্তমান অবস্থা মূল্যায়ন করে রানাতুঙ্গা বলেন, ‘বর্তমান শ্রীলঙ্কা দলে প্রতিভার কমতি নেই। সব মিলিয়ে দলটি প্রতিভাবান। মূল সমস্যাটা আসলে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের। বোর্ডের ব্যবস্থাপনা কমিটি দুর্নীতিবাজ।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post