২০২৫-এ কি এই ঘটনা ঘটবেই? বাবা ভাঙ্গা ও নস্ত্রাদামুস দু’জনেরই ভবিষ্যদ্বাণীতে একই কথা
নতুন বছর শুরু হওয়ার আগে প্রতিবারই বাবা ভাঙ্গা ও নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী চর্চায় উঠে আসে। এর আগে বিভিন্ন ঘটনা আশ্চর্যজনক ভাবে মিলিয়ে দিয়েছেন এঁরা দু’জনেই। এবারও ২০২৫-এ সাল শুরু হওয়ার আগে থেকেই নতুন বছরে উল্লেখযোগ্য কী ঘটবে, তা জানতে এঁদের ভবিষ্যদ্বাণী আলোচনায় উঠে এসেছে। তবে যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি চর্চা চলছে তা হল, ২০২৫ সাল নিয়ে নস্ত্রাদামুস ও বাবা ভাঙ্গার একই রকম ভবিষ্যদ্বাণী।
বুলগেরিয়ার ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা নস্ত্রাদামুসের তুলনায় অনেক বেশি সাম্প্রতিক কালের মানুষ। ১৯৯৬ সালে তাঁর মৃত্যু হয়। প্রাকৃতিক বিপর্যয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি। আমেরিকায় ৯/১১-র হামলা, ডায়ানার মৃত্যু, চেরনোবিল বিপর্যয় এবং ব্রেক্সিটের মতো একাধিক ঘটনার বহু আগেই নির্ভুল ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। ফরাসি জ্যোতিষবিদ ও ভবিষ্যদ্বক্তা নস্ত্রাদামুসও তাঁর ভবিষ্যৎ দেখতে পাওযার অবাক করা ক্ষমতার জন্য প্রসিদ্ধ ছিলেন। বাবা ভাঙ্গাকে বলা হত 'বলকানের নস্ত্রাদামুস।'
২০২৫ সাল নিয়ে নস্ত্রাদামুস ও বাবা ভাঙ্গা যে সব ভবিষ্যদ্বাণী করেছেন, তার মধ্যে রয়েছে ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে মানুষের লড়াই, রুশ প্রেসিডেন্ট পুতিনের উপর প্রাণঘাতী হামলা, ইউরোপে সন্ত্রাসবাদী আক্রমণ এবং কিং চার্লসের পর ইংরেজ রাজপরিবারে সিংহাসনের দ্বন্দ্ব। তবে আলাদা ভাবে এই দুই ভবিষ্যদ্বক্তা যাই বলুন, একটা বিষয়ে এঁরা দুজনে একই কথা বলেছেন, তা হল ইওরোপের সংঘর্ষ। ২০২৫-এ এই মহাদেশের বিভিন্ন দেশ পরস্পরের সঙ্গে এক ভয়ংকর যুদ্ধে মাতবে বলে জানিয়েছেন বাবা ভাঙ্গা ও নস্ত্রাদামুস।
কী বলেছেন বাবা ভাঙ্গা?
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুসারে ২০২৫-এ ইউরোপে এক ভয়ংকর সংঘর্ষ বাধবে। এই সংঘর্ষের ফলে গোটা ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ইউরোপের জনসংখ্যা এই যুদ্ধের কারণে উল্লেখযোগ্য ভাবে কমে যাবে। বাবা ভাঙ্গা আরও বলেছেন যে এই যুদ্ধের পর রাশিয়া গোটা পৃথিবীকে চালনা করবে। এছাড়া আমেরিকার পশ্চিম উপকূলে ভূমিকম্প, অগ্নুৎপাতের মতো একের পর বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় হবে।
কী বলেছেন নস্ত্রাদামুস?
নিজের বইতে নস্ত্রাদামুস লিখে গিয়েছেন যে ২০২৫-এ ইউরোপ এক নিষ্ঠুর যুদ্ধের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবে। এই মহাদেশের ভেতরে ও বাইরে, সর্বত্র শত্রু মাথাচাড়া দেবে। এই যুদ্ধের ফলে ব্রিটেন ধ্বংসস্তূপে পরিণত হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা। ইউরোপের পুরোনো কোনও মহামারী ভয়াবহ আকার নিয়ে আবার ফিরতে চলেছে বলেও সতর্ক করেছেন তিনি। নস্ত্রাদামুসের এই ভবিষ্যদ্বাণী পড়ে ইউরোপে আবার প্লেগের প্রাদুর্ভাব হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এছাড়া ২০২৫-এ পশ্চিমী শক্তিগুলোর পতন হবে এবং ক্ষমতার কেন্দ্রে কোনও নতুন শক্তি উঠে আসবে বলে জানিয়েছেন তিনি।
Post a Comment