Top News

যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা, ছিনতাইকারীর গুলিতে আহত ১

 

যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা, ছিনতাইকারীর গুলিতে আহত ১




রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে নিজ বাসার সামনে মোহাম্মদ ইকবাল (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া ছিনতাইকারীদের গুলিতে মোহাম্মদ জাহিদ (২৫) নামে অপর এক যুবক আহত হয়েছেন।

ইকবালকে আক্রমণ করা হয় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিবির বাগিচা এলাকায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইকবাল নামের এক যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের কাছে জানতে পারি, এলাকার বিভিন্ন বিষয় নিয়ে গত শুক্রবার দ্বন্দ্ব হয়। ওই দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তরা ইকবালের বাসার সামনে গিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করেন। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, রাজধানীর যাত্রাবাড়ী সুতি খালপাড় এলাকায় ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছেন মোহাম্মদ জাহিদ। এ সময় তার কাছে থেকে একটি মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক। তিনি আরো জানান, আহত যুবককে ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।



Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post