Top News

আওয়ামী লীগের ফেসবুক পেজ বিক্রির বিজ্ঞাপন! যা জানা গেলো

 

আওয়ামী লীগের ফেসবুক পেজ বিক্রির বিজ্ঞাপন! যা জানা গেলো


ছাত্রজনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে আত্মোগপনে চলে গিয়েছেন তার দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর মধ্যে সম্প্রতি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ বিক্রির দাবি করে বিজ্ঞাপন দিয়েছেন এক ব্যক্তি।

সম্প্রতি ‘ইউটিউব ফানি স্ট্যাটাস’ নামের একটি পেজ থেকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। এরপর রীতিমতো তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

মাহবুব জমাদ্দার নামের একটি আইডি থেকে এ বিজ্ঞাপন পোস্ট করা হয়। পোস্টে বলা হয়, ইমারজেন্সি এই পেজটি বিক্রি করা হবে। এ সময় পোস্টের সঙ্গে পেজের একটি ছবিও যুক্ত করে দেওয়া হয়। সেখানে পেজটিতে তিন দশমিক সাত মিলিয়ন ফলোয়ার দেখা যায়।

পোস্টে ওমর ভাই নামের এক ব্যক্তি বলেন, ১৪০ রুপি দেগা। সাইফ হোসেন নামের ব্যক্তি বলেন, দাম কত। এছাড়া আরও অনেকে নানারকম মন্তব্য করতে থাকেন।

তবে, আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজটি এখন সচল রয়েছে। নিয়মিত পোস্টও করতে দেখা গেছে পেজটিতে।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post