Top News

নয়াদিল্লিতে শেখ হাসিনার মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল

 

নয়াদিল্লিতে শেখ হাসিনার মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল




সম্প্রতি, ‘পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আজ ইন্তেকাল করেছেন’ ও ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন’ শীর্ষক শিরোনামে ইলেক্ট্রনিক গণমাধ্যম যমুনা টেলিভিশন এবং চ্যানেল 24-এর ডিজাইন সম্বলিত দুইটি পৃথক পৃথক ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এছাড়াও একই দাবিতে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস-এর ফটোকার্ড দাবিতেও একটি ছবি আলোচিত ফটোকার্ডগুলোর সঙ্গে প্রচার করা হয়।


বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকেও শেখ হাসিনার মৃত্যুর সংবাদ প্রচার করা হয়েছে- এমন দাবিতে একটি স্ক্রিনশটও ফেসবুকে ঘুরছে। স্ক্রিনশটটিতে দেখা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকে শেখ হাসিনার ছবি ব্যবহার করে“শোক সংবাদ, দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি স্বৈরাচার পরবর্তী বাংলাদেশের উন্নয়নে অমূল্য অবদান রেখেছেন, তিনি আর আমাদের মাঝে আর নেই। দলের বিশ্বস্ত সূত্রের মাধ্যমে এই শোক সংবাদ নিশ্চিত হয়েছে।” শীর্ষক পোস্ট করা হয়েছে।


তবে শেখ হাসিনার ভারতের রাজধানী নয়াদিল্লিতে মৃত্যুর দাবিটি সত্যি না। এ বিষয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) একটি প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক স্বীকৃত বাংলাদেশের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে দেখা যায়, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেশীয় ও ভারতীয় একাধিক গণমাধ্যমের নকল ফটোকার্ড তৈরি ও আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের নামে ভুয়া স্ক্রিনশট তৈরি করে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।


আরও পড়ুনঃ জুলাই শহীদ পরিবারদের ভাতা ও চাকরি নিয়ে যে বার্তা দিলেন নাহিদ

অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লিখিত দাবির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কি-ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে শেখ হাসিনার মৃত্যুর দাবিটির সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যা

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post